পটুয়াখালীতে আওয়ামীপন্থি আইনজীবীসহ অনিয়মিত আইনজীবীদের সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আইনজীবীরা।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর নবনিযুক্ত কয়েকজন সরকারি কৌঁসুলির চেম্বারে তালা দেন বিক্ষুব্ধ আইনজীবীরা।

খোঁজ নিয়ে জানা যায়, আদালতে অনিয়মিত আইনজীবী আব্দুল্লাহ ইউসুফ পাশাকে সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নির্বাচন করা হয়েছে। অভিযোগ আছে তার নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এ ছাড়াও পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সদস্য মাকসুদুল হক (বাবু) ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. মামুন খানকে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ দেওয়ায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দীন বলেন, পটুযাখালীতে সরকারি কৌঁসুলি নিয়োগ প্রদান করা হয়েছে। সেখানে আওয়ামী লীগপন্থি আইনজীবীদেরও নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া পেশায় নিষ্ক্রিয় আইনজীবীদেরও এ তালিকায় নাম রয়েছে। বাদ পড়েছেন যোগ্য আইনজীবীরা। এসবের প্রতিবাদে সাধারণ আইনজীবীরা বিক্ষোভ করেছেন। এ নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এ ব্যাপারে নবনিযুক্ত পাবলিক প্রসিউকিটর (পিপি) ও জেলা বিএনপির অন্যতম মুখপাত্র অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, আওয়ামী লীগপন্থি আইনজীবী নিয়োগসহ কিছু ত্রুটি হয়েছে। এসব কারণে আইনজীবীরা বিক্ষোভ করেছেন। দু-একজনের চেম্বারে তালাও দেওয়া হয়েছিল। পরে তা খুলে দেওয়া হয়।

মো. রায়হান/এএমকে