স্বজনদের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে দুই মেয়েসহ এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই গৃহবধূর স্বামী আশরাফ মিয়াসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন। 

মৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরা সরকারবাড়ী এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তাদের দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের কদু মিয়ার মেয়ে শারমিন আক্তারের সঙ্গে সদর উপজেলার ঘাটুরা গ্রামের সরকার বাড়ির মারাজ মিয়ার ছেলে আশরাফ মিয়ার বিয়ে হয়। আশরাফ নেশাগ্রস্ত হওয়ায় সাংসারিক খরচ নিয়ে প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। 

শারমিন আক্তারের মা রেজিয়া বেগম জানান, আমার মেয়ে ও দুই নাতনিকে হারিয়ে আমার কোল খালি হয়ে গেল। তারা বলেছিল আমার বাড়িতে বেড়াতে আসবে। কিন্তু তারা আর এলো না। কি কারণে এ ঘটনা ঘটেছে আমি কিছুই জানি না। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের বিচার হোক।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথম এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। এর কিছুক্ষণ পর ওই নারীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাটি তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা বিষপানে আত্মহত্যা করেছেন।

আরএআর