পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি কেনার কথা বলে নামমাত্র টাকা দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। পুরো টাকা চাইতে গেলেই মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবের সামনের সড়কে রুহুল আমিন হাওলাদারের শাস্তি চেয়ে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এ সময় মাইকিং করে কুয়াকাটা পৌর এলাকার ভুক্তভোগী মানুষদের জড়ো হতে বলা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ জসিম উদ্দিন বাবুল ভূইয়া, ক্ষতিগ্রস্ত আবদুর রশিদ মোল্লা ও মজিবর রহমানসহ স্থানীয়রা। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর ভূমিদস্যু রুহুল আমিন হাওলাদার কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করে ভোগ করে আসছেন। এসব জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ভুক্তভোগী নুরুজ্জামান মুহুরীর ছেলে মজিবর রহমান বলেন, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে নামে মাত্র কিছু টাকা দিয়ে আমাদের কোটি টাকার সম্পদ জোরপূর্বক দখল করে নিয়েছেন। এমনকি টাকা চাইতে গেলে মাদক, মাছ চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ অনেক মামলায় আসামি করতেন। 

তিনি আরও বলেন, আমার বাবা নুরুজ্জামান মুহুরি গত বছর রমজান মাসে মসজিদে ইতিকাফে বসেন এবং সেখান থেকেও তাকে জোরপূর্বক পুলিশ দিয়ে থানায় উঠিয়ে নিয়ে জমির দলিল নেওয়ার জন্য নির্যাতন করা হয়। এভাবে দিনের পর দিন আমাদের ওপরে বিভিন্ন অন্যায় অত্যাচার চলে। 

এসএম আলমাস/আরএআর