জামালপুরের বকশিগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের সঙ্গে কল রেকর্ড ফাঁসের ঘটনায় যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমানের লাভলুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান। 

বুধবার (১৩ নভেম্বর) যুবদল নেতা লাভলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত ৯ নভেম্বর ‘আমার সঙ্গে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনে’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রচারিত হয়। এ নিয়ে কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া কারণ দর্শানোর নোটিশ দেন।

কারণ দর্শানো নোটিশে বলা হয়, আপনি বকশিগঞ্জ যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব থেকেও নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠনবিরোধী এমন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মনোয়ার মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

যুবদলের সদস্য সচিব মাহবুবর আলম লাভলুর কাছে এ বিষয়ে জানতে তার কল করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান বলেন, আমরা কল রেকর্ডটি শুনেছি এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। তারা যা ভালো মনে করেছেন সেভাবে ব্যবস্থা নিয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কাজ করার কারো সুযোগ নেই।

এর আগে গত শনিবার (৯ নভেম্বর) যুবদল নেতা মাহবুবর আলম লাভলুর সঙ্গে যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের মোবাইলে কথোপকথনের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিও কল রেকর্ডে যুবদল নেতা লাভলু মামলার চার্জশিট থেকে নাম কেটে দিতে যুব মহিলা লীগ নেত্রীকে তার সঙ্গে দেখা করতে বলেন।

মুত্তাছিম বিল্লাহ/আরকে