জামালপুরের মেলান্দহে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরগোবিন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আনিছুর রহমান (৫৫)। তিনি ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১১ নভেম্বর) দুপুরে চর গোবিন্দী এলাকার মোজাফফর হোসেন হান্নানের ছেলে মাহাবুর রহমানের কয়েকটি ছাগল আনিছুর রহমানের খেতের ধান খেয়ে ফেলে। এ সময় ধান খেতের মালিক আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন (১৭) বাধা দিতে গেলে তার সঙ্গে মাহাবুর রহমানের কথা কাটাকাটি হয়।

এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার দুপুরে আরাফাত হোসেন চরগোবিন্দী মোবাইল টাওয়ারের দিকে গেলে মাহাবুর রহমান ও তাদের লোকজন তাকে মারধর করে আটকে রাখেন। মারধরের খবর পেয়ে আনিছুর রহমান ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমানের মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন বলেন, গতকাল আমাদের খেতের ধান মাহাবুরের ছাগল খাওয়ায় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। আজ দুপুরে টাওয়ারের দিকে গেলে আমাকে মেরে আহত করা হয়। ছাড়ানোর জন্য বাবা সেখানে গেলে তাকেও পিটিয়ে আহত করেন তারা। আমার বাবার হত্যার বিচার চাই।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, চরগোবিন্দী এলাকা থেকে আনিছুর রহমান নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফআরএস/