‘জনতার বাজারে’ কম দামে মিলছে গরুর মাংস
নাটোর শহরে গরুর মাংসের কেজি বিক্রি হয় ৭০০ টাকায়, কিন্তু বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘জনতার বাজারে’ বিক্রি হচ্ছে ৬৪০ টাকায়। শুধু দাম কমই না নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় ২৫০ গ্রাম মাংসও বিক্রি হচ্ছে এই বাজারে।
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নাটোর শহরের মাদরাসা মোড়ে কম দামে গরুর মাংস পেয়ে ভীর করেন ক্রেতারা।
বিজ্ঞাপন
নাটোর শহরে প্রথমবারের মতো ২৫০ গ্রাম বিক্রি হওয়ায় খুশি ক্রেতারা। এ ছাড়া কসাইদের চেয়ে কম দাম ও ভালো মানের মাংস এখানে পাচ্ছেন বলে জনান ক্রেতারা।
ফারুক আহমেদ নামে এক ক্রেতা বলেন, শহরে কসাইয়ের কাছে প্রতি কেজি মাংস ৭০০ টাকা। এখানে কেজিতেই ৬০ টাকা কম। গতকালকে মাইকিং করেছিল, সেটি শুনে এসেছি। মাংসের মান খুবই ভালো।
নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, জনতার বাজারে শাক-সবজির পরে এবার গরুর মাংস সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের চেয়ে কম দামে ভোক্তাদের কাছে ষাঁড়ের মাংস সরবরাহ করা হচ্ছে।
আয়োজক মেহেদী হাসান বলেন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার নাটোরের মাদরাসা মোড়ে জনতার বাজারে ৬৪০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করে আমাদের এ উদ্যোগ। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
গোলাম রাব্বানী/এএমকে