কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে শ্রমিক
সাপের কামড় খেয়ে জীবিত সাপটি ধরে হাসপাতালে হাজির হয়েছেন নাটোরের লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামের রফিকুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক। তিনি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
হাসপাতাল ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক রফিকুল ইসলাম মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে গরুর খাবার দিতে গোয়ালঘরে যান। এ সময় ধানের খড় নেওয়ার সময় সেখানে থাকা গোখড়া সাপের বাচ্চা তার হাতে কামড় দেয়। পরে সাপটি ধরে তিনি একটি বালতিতে ভরে প্রথমে স্থানীয় ওঝা ও পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, মঙ্গলবার সকালে গোখড়া সাপের বাচ্চাসহ রফিকুল ইসলাম হাসপাতালে আসেন। এ সময় তার ডান হাতের আঙুলে সাপের কামড়ের চিহ্ন দেখা যায়। তবে রফিকুল ইসলামের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়নি। তাকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাম রাব্বানী/আরএআর