শরীয়তপুরের একটি সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কালো রঙের ১০টি ব্যাগ। ব্যাগের ভেতর বোমাসদৃশ বস্তু রয়েছে এমন সন্দেহে খবর পেয়ে দিনভর পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম জায়গাটি ঘিরে রাখে। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ব্যাগগুলো থেকে ১২৩টি ককটেল উদ্ধার করে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দিয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে আকালবরিশ সড়কের পাশে কালো রঙের কতগুলো ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে আসে ডামুড্যা থানার পুলিশ। ব্যাগের মধ্যে ককটেল বা বোমাসদৃশ বস্তু দেখতে পায় পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে দিনভর ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রাখে। পরে সন্ধ্যা ৬টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলো উদ্ধার করে ককটেল পায়। এরপর বিশেষ ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়। কে বা কারা কোন উদ্দেশ্যে ককটেলগুলো এনেছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুসফিকুর রহমান বলেন, সকালে খবর পেয়েছি কিছু দুষ্কৃতিকারী কালো ব্যাগ ভর্তি বোমা ফেলে গেছে। পরে ১২৩টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এখানে ব্যাগ ভর্তি বোমা রেখেছিল তা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফ/এসএম