সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি কবরস্থান থেকে এক দিন বয়সী নবজাতককে (মেয়ে) জীবিত উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ঘিলাছড়া গ্রামের কবরস্থানে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে এক যুবক নবজাতকের কান্না শুনে হতভম্ব হয়ে যান ও চিৎকার করে ওঠেন। তার চিৎকারে ছুটে আসেন পাশের স্কুলের শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। তারা কবরের ওপরে থাকা ফুটফুটে নবজাতকের (মেয়ে) কান্না করা দেখে ভয় পেয়ে যান। পরে শিক্ষিকা তাহমিনা ও স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, নবজাতক মেয়েটির বয়স এক দিন। সে ভালো আছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা সমাজসেবা দপ্তরকে জানানো হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেন, নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির অভিভাবক খুঁজে না পেলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

মাসুদ আহমদ রনি/এমএ