আব্দুর রহমান

মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুর ৭ ঘণ্টা পর তার ছোট বোন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রিজিয়া খাতুনের মৃত্যু হয়েছে। রিজিয়া খাতুন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। 

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন রিজিয়া খাতুন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ভোর ৪টার দিকে তার বড় ভাই মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের মৃত্যু হয়। 

বড় ভাইয়ের মৃত্যুর ৭ ঘণ্টা পর ছোট বোনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাইবোনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, একই দিনে ভাই ও বোনের মৃত্যুতে গোটা পরিবারে শোকের মাতম চলছে। আমরাও গভীর শোকাহত। 

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন বলেন, মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের মৃত্যুতে বিএনপির একজন নেতৃত্ব হারালো। এটি একটি অপূরণীয় ক্ষতি। তবুও মৃত্যুকে মেনে নিতে হয়। একই সঙ্গে বড় ভাইয়ের মৃত্যুর  ৭ ঘণ্টা পর ছোট বোনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা শোকাহত।

আকতারুজ্জামান/আরএআর