সদ্য পুনর্গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা হয়েছে— এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।   

গতকাল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, নবগঠিত পরিষদে ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সুবিধাভোগী তাদের আবারও পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই ধরনের তামাশা মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে এদের বাদ দেওয়া না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা অভিযোগ করেন, পরিষদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রতিনিধি রাখার কথা থাকলেও সেটাও মানা হয়নি। পরিষদকে দায়িত্বভার গ্রহণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন মো. রাকিব হাসান, মো. মোস্তফা কামাল, মো. ইমাম হোসেন, মো. আবিদ হাসান, তানভী রহমান। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

মিশু মল্লিক/এনএফ