রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাত মোটরসাইকেল চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তুষভান্ডার-চাপারহাট সড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা।

সূত্রে জানা যায়, রংপুর জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে কিছু তরুণ কালীগঞ্জের সীমান্তে আসেন। ওইসব মোটরসাইকেলে নেই লুকিং গ্লাসসহ প্রয়োজনীয় কাগজপত্র। এ কারণে ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

সিফাত আনোয়ার টুম্পা বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাতটি মোটরসাইকেল চালকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ছাড়াও বাজার মনিটরিং করা হচ্ছে। যারা দাম বৃদ্ধি করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি এই কর্মকর্তা।

নিয়াজ আহমেদ সিপন/এএমকে