লক্ষ্মীপুরের রায়পুরে একটি ধূসর রঙের হনুমান ধরা পড়েছে। হনুমানটি এখন উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকায় শ্রীবাস চক্রবর্তীর হেফাজতে রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীবাস চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পের হাট-বাজারে হনুমানটি দেখা যায়। তখন ঘটনাস্থলে কয়েকজন হনুমানটিকে মারধরের চেষ্টা করে। একপর্যায়ে হনুমানটি গিয়ে শ্রিবাসের কোলে ওঠে। পরে তিনি তাকে বাড়িতে নিয়ে যান।

শ্রীবাস বলেন, হনুমানটি ক্ষুধার্ত ছিল। বাড়িতে এনে তাকে খাবার খাওয়ানো হয়েছে। মানুষজনও এখন তাকে দেখতে আসে, খাবারও দেয়। সে এখন ভালো ও নিরাপদে আছে। বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এসে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এ অঞ্চলে এর আগে হনুমান দেখা যায়নি।

শ্রীবাসের মেয়ে তিশা চক্রবর্তী বলেন, কয়েকজন লোক হনুমানটিকে মারছিলেন। তখন বাবা দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। এখন সে আমাদের বাড়িতে আছে। মানুষজনও তাকে দেখতে আসছে। 

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, শ্রীবাশ নামে এক ব্যক্তি হনুমান উদ্ধারের বিষয়টি আমাকে জানিয়েছেন। এখন হনুমানটি তার হেফাজতে রয়েছে। দলছুট হয়ে হনুমানটি ঘটনাস্থলে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

হাসান মাহমুদ শাকিল/এএমকে