ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরে সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আজকে আমরা দেখতে পাই নতুন নতুন ব্যানার-ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে গেছে। কোথায় ছিলেন আপনারা আগে? আগে তো আপনাদের খুঁজে পাওয়া যায়নি। আন্দোলন-সংগ্রামে তো আপনাদের দেখা যায়নি। আজকে রাস্তা, হাট, ঘাট, মাঠ দখল করার জন্য ফেস্টুন লাগিয়ে দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

তিনি আরও বলেন, আমরা কিন্তু আপনাদের ছাড় দেব না। আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা কোনো দল বুঝি না। সন্ত্রাসীর কোনো দল হয় না। বিএনপির ব্যানার দিয়ে সন্ত্রাসী করবেন, তা বরদাস্ত করা হবে না। সুতরাং বিএনপি ভাইদের বলতে চাই, আসেন আমরা একসঙ্গে মিলে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করি। জাতীয় পার্টি স্বৈরাচার, এদেরও সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগ স্বৈরাচার, এদেরও সুযোগ দেওয়া যাবে না। কিন্তু আজকে বিএনপির ভাইদের মুখ থেকে আমরা কেমন যেন আবার স্বৈরাচারের কথা শুনতে পাচ্ছি।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ নানা দাবিতে গণসমাবেশের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, বিগত জুলাই-আগস্টের আন্দোলনে যে সমস্ত ভাই-বোন, ছাত্র-জনতা রক্ত দিয়েছেন, তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। কিন্তু আমরা কি দেখতে পেলাম? এখনো অনেক আহত ভাই হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এখনো শহীদের মা-বাবা তাদের ছেলে এবং মেয়ের দুঃখে বেদনায় কাঁদছেন। এখনো আমাদের শত শত ভাই অন্ধ হয়ে পঙ্গুত্ববরণ করে দিনযাপন করছেন। এই রক্তের দাগ শুকানোর আগেই, এই ক্ষতবিক্ষত হৃদয়ে শান্তি আসার আগেই, আরও একটি স্বৈরাচার রাস্তাঘাট, হাট, মাঠ দখল করতে শুরু করে দিয়েছেন। আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই ছাত্ররা কিন্তু এখনো মাঠে আছেন। পীরসাহেব চরমোনাই এখনো মাঠে আছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখনো মাঠে আছে। আবার কোনো নব্য স্বৈরাচার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠলে আমরা কখনো বরদাস্ত করবো না।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট বলতে চাই- একাত্তরে স্বাধীনতার পর থেকে ৫ আগস্টের পূর্বে যারাই ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতায় আসার পূর্বে নির্বাচন এলেই মাথায় টুপি পরে, হাতে তাসবিহ নিয়ে, মাথায় পট্টি বেঁধে আমাদের বাংলাদেশের সরলমনা মুসলমান ভাইদের সঙ্গে ছলনা করে নির্বাচনে জয় পায়। যখন নির্বাচনে জয় পায়, তখন তারা জনতার কথা ভুলে গিয়ে নিজেরা আঙুল ফুলে কলা গাছ, বট গাছ বনে গিয়েছিলেন। নিজেরা দল গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার, আপনার কথা ভাবার আর সুযোগ হয় নাই।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, বাংলাদেশ থেকে প্রায় ১৯ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এগুলা কার টাকা? এগুলো আপনার-আমার টাকা। এগুলো রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিকদের টাকা। প্রবাসীরা বিদেশে কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে টাকা পাঠায়। আর আমাদের দেশের নোংরা নেতা-নেত্রীরা আমার-আপনার ঘাম ঝরানো টাকা বাইরে পাচার করে বিভিন্ন অট্টালিকা বানায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসিক ১নং ওয়ার্ডের সভাপতি আলহাজ মুহাম্মদ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল  আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

এমজেইউ