জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রের সকল অঙ্গে ঘা হয়ে গেছে, মলম লাগাবো কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দুই মাসে বা এক বছরে এই ঘা সারানো সম্ভব না। তবে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য কিছু জায়গা সংস্কার করা লাগবে। পুলিশ প্রশাসনকে সংস্কার করতে হবে। ইলেকশন কমিশনকে পুনর্গঠন করতে হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সাহসী একটি কমিশন গঠন করতে হবে। সংবিধানের কিছু অংশ সংস্কার করতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়ার হাজী শরীয়ত উল্লাহ্ এতিমখানার আব্দুল ওয়াহিদ হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে যেন মানুষ অবাধে ভোট দিতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা যাতে হস্তান্তর করা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কথা দিয়েছেন, নির্বাচন দিতে তারা প্রয়োজনের চেয়ে বেশি সময় নেবেন না। আমরা ততটুকু সময় দিতে প্রস্তুত আছি। লম্বা সময় হলে আবার ষড়যন্ত্র হতে পারে। আবার সংস্কার ছাড়া খুব স্বল্প সময়ে তাড়াহুড়ো করলেও হবে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের দায়িত্বে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এজন্য যৌক্তিক সময় দিতে আমরা প্রস্তুত রয়েছি। নতুন বাংলাদেশ গঠন করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী, সম্প্রসারিত ও মান উন্নয়ন করতে হবে। আমরা যেন আমাদের প্রার্থীদের বিজয়ী করতে পারি।

কুষ্টিয়া জেলার আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

কুষ্টিয়া জেলার সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্বুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন প্রমুখ।

রাজু আহমেদ/এমজেইউ