ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধু নিহত, হাসপাতালে দুই বন্ধু
ভোলার বোরহানউদ্দিনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মো. একরাম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার লেমুকাটা বাজার সংলগ্ন চার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত একরাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের দুবাই প্রবাসী হারুনের একমাত্র ছেলে।
নিহতের মামাতো ভাই মো. সোহাগ ও তার অন্য স্বজনরা ঢাকা পোস্টকে বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কম্পিউটার শেখার উদ্দেশ্যে বাসা বের থেকে বের হয় একরাম। কুঞ্জেরহাট থেকে মনিরাম বাজারের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে দুই সহপাঠীও ছিল, একরাম মোটরসাইকেলটি চালাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে খবর আসে একরাম মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে এবং তাদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমরা বোরহানউদ্দিন হাসপাতালে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক একরামকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান।
তারা আরও বলেন, আমরা গুরুতর আহত অবস্থায় একরামকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দুই সহপাঠী বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে, তবে আমরা তাদের চিনি না। ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেলটি পালিয়ে যায়।
ভোলা সদর হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. মামুন একরামের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, একটি মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে বলে শুনেছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমজেইউ