সেলিমুজ্জামান সেলিম
যারা ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছে তাদের জায়গা বিএনপিতে হবে না
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যারা ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছে তাদের জায়গা বিএনপিতে হবে না। যেসব নেতা-কর্মী ফ্যাসিস্ট সরকারের আমলে জেল, জরিমানা, নির্যাতনের শিকার, পুলিশের ভয়ে পালিয়ে সভা-সমাবেশ করেছেন, দলের জন্য কাজ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। তারাই আগামীর অহংকার তারেক রহমানের সৈনিক। কোনো সুবিধাভোগীর জায়গা বিএনপিতে হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আপনারা সুসংগঠিত থাকবেন বলে আশা করি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সেলিমুজ্জামান সেলিম বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশ অর্জন করেছিল স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। ১৬ ডিসেম্বর এই দেশ স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারিনি। বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছিল ৭ নভেম্বর ১৯৭৫ সালে। সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের মানুষ আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে দেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করেছিল এবং আমাদের নেতা তিন বছরে একটি চরাভূমিকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
তিনি আরও বলেন, ৫ আগস্ট এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ হয়েছে। কিন্তু ফ্যাসিস্টের অনেক প্রেতাত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আবারও বিজয়ী হবে ইনশাআল্লাহ।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু প্রমুখ।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চান।
এমজেইউ