কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন- রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, দুই বন্ধু মিলে ঈদগাঁও বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। তারা রেললাইন পার হতে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান।
মনসুর নামের এক স্থানীয় বলেন, রেলক্রসিংয়ে কেউ না থাকার কারণে এই ঘটনা ঘটেছে। এইজন্য রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী।
এ বিষয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানী বলেন, ট্রেনে কাটা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এই ঘটনায় আমাদের কারও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সাইদুল ইসলাম ফরহাদ/এমজেইউ