পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এখন থেকে এলাকাভিত্তিক গণশুনানির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প নেওয়া হবে এবং প্রতিটি শুনানিতে আমি নিজে উপস্থিত থাকব। এরইমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, নদী তীরবর্তী শিল্পপার্ক, ইকোনমিক জোনসহ যেকোনো ধরনের মিল কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে পানি দূষণ যেন না হয় সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। শুধু তাই নয়, নদীতে জেগে ওঠা চরগুলোতে ভাঙনকবলিত বা গৃহহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে। 

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভ কুমার ঘোষ/জেডএস