কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজির লম্বু পোয়া মাছ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি সামুদ্রিক লম্বু পোয়া মাছ ধরা পড়েছে। মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বঙ্গোপসাগরে মো. ইলিয়াস মাঝির জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, ইলিয়াস মাঝি উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট ট্রলার নিয়ে লাক্কা কোরাল মাছ শিকার করে থাকেন। প্রতিদিনের মতো গতকালও সাগরে জাল ফেললে তার কোরালের জালে লম্বু পোয়া মাছটি ধরা পড়ে। এরপর আজকে কুয়াকাটা মাছ বাজারে মেসার্স সাথী ফিশের আড়তে উঠালে নিলামে আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
বিজ্ঞাপন
ইলিয়াস মাঝি বলেন, ২২ দিনের অবরোধ কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে গেলে লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। মাছটি পাওয়ার পর বরফ দিয়ে রাখি এবং সকালবেলা বিক্রি করতে নিয়ে আসি। মাছটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই মাছগুলো আসলে সচরাচর আমাদের সমুদ্রের এই আওতায় পাওয়া যায় না।
মাছটি ক্রয় করা আল-আমিন নামের ওই মৎস্য ব্যবসায়ী বলেন, কুয়াকাটা মাছ বাজারে এরকম মাছ এর আগে আসতে দেখিনি। মাছটি পোয়া মাছের একটি জাত, তবে আঞ্চলিক ভাষায় মাছটিকে আলাদা আলাদা অনেক নামে ডাকা হয়। আমি মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠাব, আশা করছি ভালো দামে বিক্রি হবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছটির নাম লম্বু পোয়া তবে স্থানীয়রা বিভিন্ন নামে এই মাছটিকে চিনে থাকেন। গভীর সমুদ্রের এ মাছটি আমাদের কুয়াকাটা উপকূলে মাঝেমধ্যে ধরা পড়ে, এই মাছটি কক্সবাজারে বেশি পাওয়া যায়। এটা পোয়া মাছের একটি প্রজাতি, খুব দামি মাছ, কারণ এর পেটের বালিশ খুব দামি।
এসএম আলমাস/এমজেইউ