সড়কে যুবকের মাথা থেঁতলানো মরদেহ, পাশেই পড়ে ছিল মোটরসাইকেল
জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় সড়কে পড়ে থাকা মাথা থেঁতলানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।
নিহত যুবকের নাম শাহিনুর রহমান (২৬)। তিনি বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মৃত ছানাউল্লা মানিকের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমানের শ্বশুড়বাড়ি কালাই উপজেলার পুনট ইউনিয়নের আপলাপাড়া গ্রামে। তিনি আজ ভোর ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে তার শ্বশুড়বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে তার মরদেহ পাওয়া যায়। তার মাথা থেঁতলানো ছিল। শরীরেও ক্ষত ছিল। পাশে পড়ে থাকা মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত ছিল। পরে খবর পেয়ে পুলিশ এবং ওই যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে যান।
কালাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কালাই-মোকামতলা সড়কের পুনট বাঁশের ব্রিজ এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা থেঁতলানো ছিল। মনে হচ্ছে কোনো ভারী যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে সেখানে গিয়ে বা স্থানীয়ভাবে ওই যানবাহনের বিষয়ে জানা যায়নি। তার মরদেহ পরিবার নিয়ে গেছে।
চম্পক কুমার/আরএআর