ভোলায় বজ্রপাতে দলিল লেখকসহ দুইজনের মৃত্যু
ভোলার চরফ্যাশনে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে মো. শিহাব (১৬) ও মোশারফ হোসেন লিটন (৩৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়ন ও এওয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বজ্রপাতে শিহাব ও লিটনের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
শিহাব এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে। আর মোশারফ হোসেন লিটন হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোফাজ্জল হোসেন নসুর ছেলে। মোশারফ হোসেন লিটন শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
শিহাবের স্বজনরা জানান, শিহাব পেশায় একজন জেলে। তার নৌকা ঘাটে নোঙর করা ছিল, সে নৌকার কাছেই ছিল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে শিহাব বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিন বিকেলে বজ্রপাতে মারা যাওয়া লিটনের স্বজনরা জানান, আজ বিকেলের দিকে হঠাৎ ঝড়বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এর মধ্যে লিটন তার নিজের খামারে গরুগুলোকে ঘাস দিতে যাওয়ার সময় বজ্রপাত হলে তিনি আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমজেইউ