মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ যুবলীগ নেতা নুরুল ইসলামকে (৪২) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার ফুলতলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

নুরুল ইসলাম উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কনর মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ও সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ৫২ বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মেহেদি হাসান জানান, নুরুলের নামে সীমান্ত এলাকায় গরু চোরাচালান, মানবপাচারসহ মাদক চোরাচালানের বিভিন্ন অভিযোগ রয়েছে। সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে ১০ পিস ইয়াবাসহ আটক করে বিজিবির একটি বিশেষ টহলদল। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, বিজিবি যুবলীগ নেতা নুরুল ইসলামকে সীমান্তে ইয়াবাসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও নুরুল ইসলামকে ২০২২ সালের ৩ এপ্রিল সাগরনাল ইউনিয়নের একটি জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

এমজেইউ