বাস-লরির সংঘর্ষ, কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ
কুমিল্লার দেবিদ্বারে বাস ও লরির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল তিন ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা থেকে কোম্পানিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ট্রাককে ওভারটেক করতে যায়। এসময় চট্টগ্রাম থেকে সিলেটের দিকে যাওয়া একটি পণ্যবাহী লরিকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। তবে কেউই নিহত হননি।
আরও পড়ুন
ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় কুমিল্লার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের জন্য ক্রেন আনা হয়েছে। হাইওয়ে পুলিশ যান স্বাভাবিক করতে কাজ করছে। গাড়িগুলো উদ্ধারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
আরিফ আজগর/আরকে