নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের গলিত মরদেহ উদ্ধার, ২ বন্ধু আটক
নিখোঁজের পাঁচ দিন পর দেলোয়ার হোসেন (১৯) নামে এক ভ্যানচালকের ক্ষত-বিক্ষত ও গলিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের দুই বন্ধুকে আটক করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর উত্তর মেটকা এলাকার এমবি এম ইটভাটার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে থেকে নিখোঁজ হন দেলোয়ার। তিনি নোয়াখালীর মাইজদী থানার চর কমলা গ্রামের নুর নবীর ছেলে। দেলোয়ার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ঝাউচর এলাকার নুর আমিনের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনায় আটকরা হলেন– আব্দুর রহমান (২০) ও সাইফুল (১৯)।
আরও পড়ুন
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে দেলোয়ারের দুই বন্ধুর সঙ্গে তার ঝগড়া হয়। পরে সে দুপুরে বাসায় ফেরেন এসে এবং বিকেলে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয়রা ওই মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দেলোয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বন্ধুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এসএসএইচ