ফ্যাসিস্ট হাসিনা গোটা দেশকেই কারাগার বানিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৩০ হাজার নেতাকর্মী আটক করে গোটা দেশকেই কারাগারে পরিণত করেছিলেন। ডামি মার্কা নির্বাচনের নামে প্রহসন করে নিজের পতনের প্রেক্ষাপট নিজেই রচনা করেছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমরা কারাগার থেকে মুক্ত। আর জনতার তাড়া খেয়ে শেখ হাসিনা ও তার দোসররা এখন প্রভুর দেশে আশ্রিত। বাটি চালান দিয়েও দেশে তাদের লোকদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে নিজের কারাবন্দি দিবস উপলক্ষ্যে আয়োজিত গণমিছিল পূর্ব গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

এর আগে গত বছরের ৩ নভেম্বর হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত গণজমায়েতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল। এসময় বিএনপি নেতা আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ, আলী  আশরাফ, আলমগীর আলম বিপ্লব, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সহ সভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চলসহ অঙ্গ সংগঠনের নেতারা।

জামায়েত শেষে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে তার কারাবন্দি দিবস উপলক্ষ্যে ফ্যাসিস্ট হাসিনার বিচার ও দ্রুত নির্বাচন দাবিতে একটি বিশাল মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এর আগে সকালে এমরান সালেহ প্রিন্স তার কারাবন্দি দিবস উপলক্ষ্যে একই দাবিতে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধোবাউড়া বাজারে গণসমাবেশ করেন। সেখানেও প্রধান অতিথির বক্তব্য দেন প্রিন্স।

মো. আমান উল্লাহ আকন্দ/এসএসএইচ