নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের পিএস জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. বেলায়েত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকেলে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে র‌্যাব-১১ গ্রেপ্তার তাকে করে। এরপর ফতুল্লা থানার হত্যা মামলার (নং-২০, তাং-২২/৮/২০২৪ ইং) প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করে। এরপর আজ সোমবার সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে জাহিদুল ইসলামকে আদালতে প্রেরণ করে ফতুল্লা থানা পুলিশ।

র‌্যাব জানায়, জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক। একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা তৈরি করে সোনারগাঁ এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সঙ্গে সখ্যতা তৈরি করেন। এমপি কায়সারের প্রকাশ্য মদদে জাহিদুল ইসমলাম ওরফে স্বপন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ভূমিদস্যুতা শুরু করেন। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। কিন্তু প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো, মারধরসহ অমানুষিক নির্যাতন করত। তার বিরুদ্ধে সোনারগাঁ, ফতুল্লা এবং যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

এমজেইউ