রাজবাড়ীতে ২৩৩ জেলের কারাদণ্ড, সাড়ে ২৪ লাখ মিটার জাল ধ্বংস
রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানের শুরু থেকে আজ শেষ দিন রোববার (৩ নভেম্বর) পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মোট ২৩৩ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৪ লাখ ৬০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জেলেদের ১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ হাজার ৫৫৬ কেজি ইলিশ এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।
রোববার রাতে এ তথ্য জানান সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।
বিজ্ঞাপন
রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সরকার মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছিল। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেরা যাতে চলতে পারে সেজন্য জেলার তালিকাভুক্ত ৪ হাজার ৬৯০ জন জেলের প্রত্যেককে ২৫ কেজি করে মোট ১১৭.২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
এ ছাড়া নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে মাছ শিকার করতে নদীতে নামতে না পারে তার জন্য আমরা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে পৃথকভাবে অভিযান পরিচালনা করেছি। তারপরও জেলেরা চুরি করে মাছ শিকারে নেমেছিল। আমরা অভিযান চালিয়ে তাদের জেল, জরিমানা করেছি। কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছি ও জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় দান করে দিয়েছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মৎস্য অভিযানটি সফল করার।
এদিকে, নিষেধাজ্ঞার শেষ দিনে আজ রোববার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জন জেলেকে কারাদণ্ড ও ১৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ২৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমজেইউ