রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে জেলায় চলাচলকারী লোকাল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার পাস চালু করেছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।

রোববার (০৩ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপভুক্ত লোকাল রুটগুলোতে চলাচলরত সব বাস-মিনিবাসের মালিক, শ্রমিক ও স্টার্টারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সাথে অত্র সংস্থার নির্বাহী পরিষদের বাসে হাফ ভাড়া নেওয়া সংক্রান্ত এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছে থেকে অত্র জেলার মধ্যে চলাচলরত সকল লোকাল বাস-মিনিবাস থেকে অর্ধেক ভাড়া নিতে নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে- পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার আগের ১০ দিন ও পরের ১০ দিন এবং শারদীয় দুর্গাপূজার আগের ৫ দিন ও পরের ৫ দিন শিক্ষার্থীদের ফুল ভাড়া দিতে হবে।

রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা জেলার মধ্যে চলাচলরত সব লোকাল বাস-মিনিবাসে শর্তসাপেক্ষে হাফ ভাড়া পাস চালু করা হয়েছে।

রাজবাড়ী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজিব মোল্লা বলেন, আমরা শিক্ষার্থীরা আজ (রোববার) সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে গিয়েছিলাম। তারা আমাদের কাছে হাফ ভাড়া পাসের চিঠি হস্তান্তর করেছে। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন মালিক গ্রুপ জেলার মধ্যে লোকাল বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া পাস চালু করেছে।

এর আগে, গত ২৮ অক্টোবর সকালে রাজবাড়ীতে বাসে চলাচলকারী বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের হাফ ভাড়া পাসের জন্য জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কাছে আবেদন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধিরা।

মীর সামসুজ্জামান সৌরভ/এফআরএস