নরসিংদীতে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর (৫৫) নামে এক রেলওয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (০৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামতের কাজ করে আসছিলেন। আজও সকাল থেকে মনসুর ও তার ছেলেসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রিজে কাজ করছিলেন। সকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখেন তারা। পরে তারা তিনজনই ব্রিজ পার হওয়ার জন্য দৌড়াতে থাকেন। একপর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে তিন খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যান। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চোখের সামনে এ ঘটনা দেখে ছেলেসহ সঙ্গে থাকা অন্যরা নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে খবর দেয় পলাশ থানা পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ চলছে।
তন্ময় সাহা/এফআরএস