দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (২ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে নাগরিক ঐক্য জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই-সংগ্রামের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। এক হাজারের বেশি ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। আমরা নতুন দেশ গড়ব। যেখানে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশের নির্বাচন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। আয়নাঘর বানিয়ে মানুষের ওপর অমানবিক নির্যাতন করেছে তারা।’

নাগরিক ঐক্যের বগুড়া জেলার আহ্বায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, সদস্য আবদুর রাজ্জাক তালুকদার, জেলার সাবেক সদস্যসচিব মামুনুর রশিদ, পাপ্পু ইসলাম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব আবদুল বাছেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল সরকার প্রমুখ।

আরএআর