বাসচালককে গ্রেপ্তারের পর আন্দোলন প্রত্যাহার ববি শিক্ষার্থীদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জ ট্রাভেলসের চালক জামিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাস চালক জামিল হোসেন পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, পুলিশ দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ ঘটনায় জড়িত অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কে এম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে নারায়ণগঞ্জ ট্রাভেলসের চালক জামিল হোসেন এবং সঙ্গে থাকা অজ্ঞাতনামা হেলপারকে আসামি করে মামলা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের উত্থাপিত দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকতা দেখিয়েছে বিধায় শুক্রবার রাত ১১টার দিকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ট্রাভেলস ১০ লাখ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ লাখ এবং বিআরটিএ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে।
আরও পড়ুন
সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ভোলার রাস্তার মোড় এলাকায় ইতোমধ্যে স্পিডব্রেকার স্থাপন করা হয়েছে। পাশাপাশি ফুটওভার ব্রিজ, ট্রাফিক বক্স স্থাপনের কাজও এগিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত পৌনি ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ভোলার রাস্তার মোড় নামক স্থানে বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের মৃত্যু হয়। বরিশালগামী নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটি বাস তাকে চাপা দেয়।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর