আটক মাদক কারবারির পুনর্বাসনের ব্যবস্থা করল বিজিবি
মেহেরপুরের গাংনীতে খোকন নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের খন্দকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি।
আটক খোকন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের খন্দকার পাড়া এলাকার ইয়ার আলীর ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অসচ্ছল। তার মানবিক অবস্থা বিবেচনা করে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বিজিবি। তাকে একটি দোকান ঘরসহ প্রয়োজনীয় পুঁজি প্রদান করে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৪৫ থেকে আনুমানিক ১৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর খন্দকার পাড়া এলাকায় হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ শারীরিক প্রতিবন্ধী খোকনকে আটক করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য চার হাজার টাকা।
মাহবুব মুর্শেদ রহমান জানান, বিজিবি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির আর্থিক অসচ্ছলতা এবং মানবিক অবস্থা বিবেচনায় রেখে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। তাকে একটি দোকান ঘরসহ প্রয়োজনীয় পুঁজি প্রদান করে সমাজে পুনর্বাসন করা হবে।
বিজিবি সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধের পাশাপাশি সমাজে অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসনেও কার্যকর ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম বিজিবির মানবিক মূল্যবোধের পরিচায়ক এবং সমাজের কল্যাণে তাদের অব্যাহত প্রয়াসের একটি উদাহরণ বলে জানিয়েছেন তিনি।
রাজু আহমেদ/এসএসএইচ