ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের দুই কর্মচারীর বিরুদ্ধে কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মারধর ও অফিস ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন—রবিউল আওয়াল (৩৯) ও  মোশাররফ হোসেন (৪০)।

রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল মামুন লিখিত এক অভিযোগে উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশে রবিউল ও মোশাররফকে গত মাসে আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলির জন্য তারা আল মামুনকে দোষারোপ করতে থাকেন। অন্যত্র বদলি করার অজুহাতে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মামুনকে মারধর ও তার অফিস ভাঙচুর করেন।

তবে সন্ধ্যা নাগাদ সেটি নথিভুক্ত হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাজহারুল করিম অভি/এএমকে