বিএনপির একপক্ষের বিরুদ্ধে আরেকপক্ষের মশাল মিছিল
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও এক নম্বর যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মশাল মিছিল করেছে আরেকপক্ষের নেতাকর্মীরা। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের প্রধান সড়কে এই মিছিল করা হয়।
শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বজলা স্কুল এলাকায় যায়। সেখান থেকে আবার প্রধান সড়ক হয়ে জিরো পয়েন্ট এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেকপক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান ও তার লোকজনদের বাদ রেখেছেন। এ কারণে মতিয়র রহমানের পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন।
আরও পড়ুন
সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আমাদের বাদ রেখেছেন। আগামী শুক্রবার যে সম্মেলন হতে যাচ্ছে তা আমরা প্রতিহত করব। সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে, না হলে এ কমিটি গঠন করতে দেওয়া হবে না।
এ সময় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলা দল নেত্রী নুরজাহান হ্যাপী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ঢাকা পোস্টকে বলেন, যদি নিয়ম বর্হিভূতভাবে কমিটি করা হতো তাহলে স্বেচ্ছাচারিতা করা হতো। কিন্তু নিয়ম মেনেই কমিটি গঠন করা হবে। এখানে তারাও অংশগ্রহণ করতে পারবেন।
চম্পক কুমার/আরকে