মাগুরা জেলা কারাগারে অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুন, ডাকাতি ও অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আলী আকবর (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

আলী আকবর জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের  বরিশাট গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। তার কয়েদি নাম্বার : ৩০৭১। 

বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ হোসেন বলেন,

সকাল ১১টার দিকে আলী আকবর বুকে ব্যথা অনুভব করলে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আলী আকবর  ১৯৯০ সাল থেকে জেলা কারাগারে সাজা ভোগ করছেন। তাকে চারটি মামলায় ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিজ্ঞ আদালত।

তাছিন জামান/এমটিআই