সুনামগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল আহমেদ মিন্টুকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত মিন্টু দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুরিগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা সফর আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।
তামিম রায়হান/এএমকে