ময়মনসিংহ জেলা তাঁতী লীগের আহ্বায়ক মো. তাইজুল ইসলাম জুয়েলকে (৪৭) বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি নগরীর চরপাড়া বাইলেন এলাকার বাসিন্দা মো. সেকান্দার আলীর ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক আইনের মামলায় এই আসামিকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে