নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বড় কাইল্যাইন এলাকা থেকে গোলাম রাব্বানী (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলাম রাব্বানী পার্শ্ববর্তী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কাইল্যাইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার এশার নামাজের পর ঘটনাস্থল এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকার ছিল। রাত সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বাজারের লোকজনকে জানায় সড়কের পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে আছে। পাশের জঙ্গল থেকে গোঙানির আওয়াজ শুনতে পান। পরে বাজারের লোকজন সেখানে উপস্থিত হয়ে রাস্তার পাশে কোনো অটোরিকশা দেখতে পাননি। কিন্তু ঝোপের নিচে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

কেন্দুয়া থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতের গলায় ফুটো করা আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুতই নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত করে থাকতে পারে দুর্বৃত্তরা। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

চয়ন দেবনাথ মুন্না/এমজেইউ