মুন্সীগঞ্জে দাফনের ৮৫ দিন পর ছাত্র-জনতার আন্দোলনে নিহত দিনমজুর সজল মোল্লার (৩১) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।  সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর কবরস্থান থেকে প্রশাসন ও পরিবারের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ বলেন, নিহতের ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন সজলের ভাই সাইফুল ইসলাম। আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আওয়াতিফ ইবনে মতিন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সিদ্দিক প্রমুখ।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ পৌরসভার সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে পেটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিনমজুর সজল মোল্লাসহ তিনজন। ওইদিন সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন হয়।

ব.ম শামীম/এমজেইউ