সাভারের আশুলিয়ায় বেকারির মেশিনে পেঁচিয়ে ইমরান (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মদন সাহা ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে আশুলিয়ার টেংগুরী এলাকার নির্মাণটেক মহল্লার মালা বেকারিতে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মাদারীপুরের শিবগঞ্জ উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার টেংগুরী এলাকার নির্মাণটেক মহল্লায় ভাড়া বাড়িতে থেকে বেকারিতে কাজ করতেন।

বেকারির শ্রমিকরা জানান, সকালে ইমরান প্রতিদিনের মতো বেকারিতে কাজে আসেন। পরে হঠাৎ তার একটি হাত চলন্ত মেশিনের ভেতরে চলে যায়। পরে তিনি মেশিনে পেঁচিয়ে  ঘটনাস্থলেই মারা যান বলে জানান শ্রমিকরা।

মালা বেকারির মালিক ইমদাদুল ঢাকা পোস্টকে বলেন, ইমরান ছোটবেলা থেকেই বেকারিতে কাজ করতেন। সে প্রতিদিনের মতো সকালে কাজে আসে। সে সময় একটি মিক্সচার মেশিনের ভেতরে ইমরানের হাত ঢুকে যায়। পরে মুহূর্তের মধ্যে ইমরানের সারা শরীর মেশিনের ভেতরে চলে গেলে বেকারিতেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মদন সাহা ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মিক্সচার মেশিনে পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে আরও তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

লোটন আচার্য্য/এএমকে