ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।  

রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় এই ঘটনা ঘটে।  

আহতরা হলেন- রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আ. খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাতসহ (২১) অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে সবার নাম জানা যায়নি। 

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থল এলাকায় একটি গাছে দীর্ঘদিন ধরে ভিমরুলের বাসা রয়েছে। ঘটনার সময় হঠাৎ একঝাঁক ভিমরুল ওই সড়কে চলাচল করা পথচারী, যাত্রী ও যান চালকসহ অনন্ত ৩০ জনকে কামড়ে আহত করে। 

এ ঘটনায় আহত উপজেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী ফেরদৌসী বেগম বলেন, ইজিবাইকে রোগীদের নিয়ে আসার সময় গাভীশিমুল বড় মসজিদের সামনে হঠাৎ ভিমরুল আক্রমণ করে। এ সময় ৪০ দিন বয়সী শিশুসহ ৮ জন আহত হয়। পরে এই সড়কে চলাচল করা আরও অনেকেই আহত হন। 

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হারুন অর রশিদ বলেন, ভিমরুলের কামড়ে আহত নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

আমান উল্লাহ আকন্দ/এমজে