খুমেক হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নিলুফা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিলুফা নামে এক গৃহবধূ মারা গেছে। তিনি সাতক্ষীরা সদরের সোহাগের স্ত্রী। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।
মোহাম্মদ মিলন/আরকে