ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘চট করে ঢুকবেন ফট করে জেলে যাবেন। গর্ব করে তিনি বলতেন শেখ হাসিনা পালায় না। এখন শেখ হাসিনা মাথা নিচু করে পালিয়ে আছেন।’

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বক্তব্যে তিনি আরও বলেন, ‘বিগত সময়ে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। গ্রেপ্তার, হয়রানি, গুম সব করা হয়েছে। ১৬ বছরে অত্যাচারের ১৬ কলা পূর্ণ হওয়ার পর শেখ হাসিনা আর সময় পায়নি। তাকে পালাতে হয়েছে।’ 

তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমার-আপনার ভাই মারা গেছে। শেখ হাসিনার পরিবারের কেউ মারা যায়নি। শেখ হাসিনার বাবা স্বাধীনতার ঘোষক নন কিংবা স্বাধীনতা সংগ্রামীও নন। স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা পাকিস্তানে বন্দি ছিল।

ইসলামী দলগুলোকে ঐক্যের আহ্বান জানিয়ে আহমদ আবদুল কাদের বলেন, ঐক্যের বিকল্প নেই। একেকটি আসনে ইসলামী দলের প্রার্থী দিতে হবে। যে স্বপ্ন বাঁচার, যে স্বপ্ন এগিয়ে যাওয়ার সেটা নস্যাৎ করতে দেওয়া যাবে না। আমরা প্রভাবমুক্ত রাষ্ট্র চাই। আমরা বলতে চাই বাঙালীর কণ্ঠরোধ করা যায়, দমিয়ে রাখা যায় না। শুধু প্রয়োজন হলো জেগে ওঠার। এই সরকারকে সব কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন, খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হাফেজ মুহাম্মদ এমদাদ উল্লাহ নিয়াজী। 

মাজহারুল করিম অভি/আরকে