সাভারে একটি মসজিদের পাশের পরিত্যক্ত ডোবায় দুর্গন্ধের উৎস খুঁজে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় একটি মসজিদের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

স্থানীয় কোরবান আলী নামে এক ব্যক্তি বলেন, রাতে ডোবা থেকে দুর্গন্ধ আসছিল। পরে কয়েকজন ওই দুর্গন্ধের সন্ধানে গেলে একটি মরদেহ দেখতে পান। এরপর সাভার মডেল থানায় খবর দেওয়া হয়।

এ ঘটনায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় পচে গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

লোটন আচার্য্য/এফআরএস