ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট ও ধলার মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চার হাজার বস্তা ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সারগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে সিএন্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,অভিযানকালে সিএন্ডবি ঘাট এলাকায় একটি নৌযানে খালাসের অপেক্ষায়  থাকা এক হাজার ৬০০ বস্তা এবং ফরিদপুর সদরের ডিগ্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা দুই হাজার ৪০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এসব সার অবৈধভাবে মজুত করা হয়েছিল। তবে অভিযানকালে গোডাউন মালিককে পাওয়া যায়নি এবং পণ্য খালাসের অপেক্ষায় থাকা নৌযানটিও ছিল জনশূন্য। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে আগেই তারা সটকে পড়েন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, ফরিদপুর নৌ পুলিশকে নৌযানে রাখা সারের নিরাপত্তা দিতে বলা হয়েছে। গোডাউনের মালিককেও খোঁজা হচ্ছে। তাকে খুঁজে আইনের আওতায় আনা হবে।

জহির হোসেন/এনএফ