ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহিদুল ইসলাম (১৮) ও সাইফুল ইসলাম (১৯) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

নিহত জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ার আলমগীর হোসনের ছেলে। সে বিকাশ মার্চেন্ট ট্রেডিং অফিসার ছিলেন। সাইফুল ইসলাম একই এলাকার কামাল হোসেনের ছেলে। সে সরকারি তোলারাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম বিকেলে একটি মোটরসাইকেল দিয়ে ঘুরতে বের হন। রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা যানবাহন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে ঘনাস্থলেই নিহত হন।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়েছেন নাকি কোনো গাড়ি তাদেরকে ধাক্কা দিয়েছিল তা আমরা তদন্ত করে দেখছি। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ দাফনের জন্য নিয়ে গেছেন।

মেহেদী হাসান সৈকত/এমএ