তিন বছর পর আদালতের আদেশে ভোট পুনরায় গণনা করে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান হয়েছেন মনিরুজ্জামান টিটু। পটুয়াখালী নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র সহকারী জজ রাসেল মজুমদারের আদেশে প্রায় ৯০০ ভোটের ব্যবধানে মনিরুজ্জামান টিটুকে জয়ী ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়। তবে ঘটনাটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জানাজানি হয়।

জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামান টিটু আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা নৌকা প্রতীকের মাসুম মৃধাকে বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান টিটু আপত্তি তোলেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে পটুয়াখালী নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছিলেন মনিরুজ্জামান টিটু।

বাদীপক্ষের আইনজীবী মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের পুনর্গণনায় আনারস প্রতীকের মনিরুজ্জামান টিটু ২ হাজার ৭৯৪ ভোট এবং নৌকা প্রতীকের মাসুম মৃধা ১ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন।

আদালতের রায়ে সন্তুষ্টি জানিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু বলেন, আমি ২০২১ সালে নির্বাচনে জয়ী হয়েছিলাম। কিন্তু আমাকে পরাজিত দেখানো হয়েছিল। আমি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে মামলা করেছি। আদালতে এসে সঠিক বিচার পেয়ে আমি খুশি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে আদালতের রায়কে আমলে নিয়ে নতুন গেজেটে ইউপি চেয়ারম্যান হিসেবে আমার নাম ঘোষণার দাবি জানাচ্ছি।

অভিযোগ রয়েছে বর্তমান চেয়ারম্যান মাসুম মৃধা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছের লোক হওয়ায় তখন ক্ষমতার অপব্যবহার করে মাসুম মৃধাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।

এ বিষয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম মৃধা বলেন, ২০২১ সালের নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভোট গণনা করে আমাকে জয়ী ঘোষণা করেছিলেন। আমি প্রায় তিন বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। তিন বছর পর আদালত এখন রায় দিল আরেকজন চেয়ারম্যান। আমি আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করব।

এমজেইউ