ভারতে পালানোর সময় জামাতাসহ আ. লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া (৭৪) ও তার মেয়ের জামাই চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য প্রণব কান্তি বড়ুয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বিজ্ঞাপন
প্রণব বড়ুয়ার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হতে না পারলেও সুকুমার বড়ুয়ার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানা গেছে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম বলেন, রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আখাউড়া ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় আটকে দেওয়া হয়েছে। পরে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাজহারুল করিম অভি/এমজেইউ