রাজবাড়ীতে পানিতে চুবিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মনির হাসান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০ বছর পূর্বে পারিবারিকভাবে মনির হাসানের সঙ্গে হাসি বেগমের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিয়ের পর মনির হাসান তার শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। এর জেরে ২০২৩ সালের ২৯ জুন মধ্যরাতে স্বামী মনির হাসান স্ত্রীকে কৌশলে গোয়ালঘরে নিয়ে গরুর খাবার দেওয়ার পাত্রের পানির মধ্যে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই ইয়াকুব বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দণ্ডাদেশের তারিখ হতে ৭ দিনের মধ্যে আসামি হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন।

রাজবাড়ী জেলা বারের আইনজীবী বিজন বোস বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলায় রায় হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট।

মীর সামসুজ্জামান সৌরভ/এমজেইউ